তিন মামলায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ারসহ বিএনপির শীর্ষ পাঁচ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।
জামিন নামঞ্জুর করা অন্য তিন নেতা হলেন- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।
আজ বুধবার শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এই আদেশ দেন।
গত ১৫ জানুয়ারি মতিঝিল থানার পৃথক দু'টি মামলায় ওই আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক মো. জহুরুল হক শুনানির জন্য ৩০ জানুয়ারি তারিখ ঠিক করেন। পরে আবার আবেদন করে শুনানির তারিখ এগিয়ে আনা হয়।
জামিন নামঞ্জুর হওয়া মামলা তিনটির মধ্যে দু’টি মতিঝিল থানার। এ দু'টির মধ্যে একটি শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবে শাহজাহান নামে এক পুলিশ কনস্টেবল হত্যা মামলা এবং অন্যটি পুলিশের কর্তব্যকাজে বাধা, রাস্তায় গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলা।
এছাড়া তৃতীয়টি মামলাটি হচ্ছে, রমনা জোনের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের অভিাযোগের।
মতিঝিল থানার ওই দুই মামলায় গত ৯ জানুয়ারি সিএমএম আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে। ওই আদেশের বিরুদ্ধেই ১৫ জানুয়ারি ওই জামিনের আবেদন দাখিল করা হয়েছে।