দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় বিদায়ী ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে তিনি সূচনা বক্তব্য পাঠ করেন। এরপর নিয়মিত কার্যক্রম শুরু হয়।
অধিবেশনে উপস্থিত রয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতার মর্যাদায় অভিষিক্ত রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদসহ আরো অনেকে। তবে অনুপস্থিত রয়েছে বিএনপিসহ ১৯ দলীয় জোট।
অধিবেশনের প্রথম দিনে শুরুতেই কার্যসূচি অনুযায়ী এই দুজনকে নির্বাচিত করা হয়। স্পিকার পদে শিরীন শারমিনের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তা সমর্থন করেন আমির হোসেন আমু।
ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন তোফায়েল আহমেদ, তা সমর্থন করেন আ সম ম ফিরোজ। অধিবেশনে সভাপতিত্বকারী বিদায়ী ডেপুটি স্পিকার শওকত আলী দুটি প্রস্তাবকে আলাদাভাবে ভোটে দিলে ‘হ্যাঁ’ বলে তাতে সমর্থন জানান সংসদ সদস্যরা।
বিদায়ী স্পিকার শিরীন শারমিন এবারো ওই পদে প্রার্থী হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি অধিবেশনে সভাপতিত্ব করেননি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের শপথের জন্য অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি করা হয়।
নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ ভবনের সাততলায় রাষ্ট্রপতির কার্যালয়ে যান। সেখানে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর শিরীন শারমিন সভাপতির আসনে বসার পর সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হবে, যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করবেন। পরে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করবেন।
দশম সংসদের সদস্য শওকত মোমেন শাহজাহান মারা যাওয়ায় শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনার পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন কিছু সময়ের জন্য বিরতি দেয়া হবে। এরপর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে।