তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে জনস্মৃতিতে রাখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহ জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহের তথ্য সংরক্ষণের পাশাপাশি প্রচারের উদ্যোগ নিয়েছে।
সোমবার বিকালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর আয়োজনে রাজধানীর তথ্য ভবন প্রাঙ্গণে প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
প্রকাশনা উৎসবের উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর-সংস্থার প্রকাশিত গ্রন্থসমূহ প্রদর্শনের জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই প্রকাশনা উৎসবে গণঅভ্যুত্থানের ওপর প্রকাশিত গ্রন্থের পাশাপাশি বিভিন্ন স্থিরচিত্র, পোস্টার ও গ্রাফিতি প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহের তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনেকগুলো গ্রন্থ প্রকাশ করেছে। এছাড়া, তথ্য অধিদফতর (পিআইডি), প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ বেতার, বিটিভিসহ অন্যান্য দপ্তর-সংস্থা গণঅভ্যুত্থানের দলিলাদি সংরক্ষণ ও প্রচারের কাজ করছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রচার নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চলতি অর্থবছরে গণঅভ্যুত্থানকেন্দ্রিক কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করা হবে। এর পাশাপাশি মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বেশ কিছু পর্যালোচনামূলক গ্রন্থ প্রকাশ করা হবে।
প্রকাশনা উৎসবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডিএফপি প্রকাশিত '৩৬ জুলাই গ্রাফিতিতে বাংলাদেশ (দ্বিতীয় খণ্ড)' এবং 'তারুণ্যের বাংলাদেশ' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচনের পর উপদেষ্টা প্রকাশনা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বিডি প্রতিদিন/নাজমুল