বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা সংস্থা এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (Association of Commonwealth Universities - ACU)-এর কাউন্সিল সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা, গুণগত মানোন্নয়ন এবং শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন ও মর্যাদাসম্পন্ন সংস্থাটি। বর্তমানে ACU-এর সদস্যসংখ্যা ৪০০-এরও বেশি, যা কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে প্রতিনিধিত্ব করে।
প্রসঙ্গত, চলতি বছর ACU কাউন্সিলের সদস্য হিসেবে যুক্তরাজ্য, কানাডা, শ্রীলঙ্কা, নামিবিয়া এবং বাংলাদেশ- এই পাঁচ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ মনোনীত হয়েছেন। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এই গৌরবজনক পদে নির্বাচিত হয়েছেন।
তিনি ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ আগস্ট ২০২৮ পর্যন্ত কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিত্ব করবেন।
বিডি প্রতিদিন/জামশেদ