চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরওয়ার আলমগীর বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এগুলো তাদের দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তাদের ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টদের নিপীড়ন-অত্যাচার, জেল-জুলুমের শিকার হয়েছে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। দেশটাকে তারা গারদখানায় রূপান্তর করেছিল। তিনি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান অচিরেই বীরের বেশে দেশে ফিরবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, চট্টগ্রাম জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মহিন উদ্দিন আজম তালুকদার, ফরিদুল আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, খালেদ বাবুল, নাছির উদ্দীন, সিরাজদ্দৌলা চৌধুরী দুলাল, জালাল উদ্দীন, মুনসুর আলম চৌধুরী প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল