না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য কবি ফজল শাহাবুদ্দিন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রবিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহী......রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত এই কবির মৃত্যুতে শিল্প-সংস্কৃতিসহ সকল মহলে গভীর শোকের ছাঁয়া নেমে এসেছে।
কবির জামাতা সাঈদ হোসেন জানান, বার্ধক্যজনিত কারণে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিছু দিন সেন্ট্রাল হাসপাতালে ভর্তিও ছিলেন। কিছুটা সুস্থ হওয়ায় কয়েক দিন আগে তাকে বাসায় নিয়ে আসা হয়। সকালে আবার অসুস্থ হয়ে পড়লে বাসায়ই তিনি মারা যান।
দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা বরেণ্য কবির রোগমুক্তিতে গত ১৩ জানুয়ারি দেশবাসীর দোয়া প্রার্থনা করে বিবৃতি দেন ৭১ জন প্রবীন-নবীন কবি। এর আগে গত ৬ ডিসেম্বর কবি বন্ধুকে ধানমণ্ডির সেন্ট্রাল হাসপাতালে দেখতে যান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
ফজল শাহাবুদ্দিনের দাফন কোথায় হবে সে বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত হবে বলে জানান সাঈদ হোসেন। ফজল শাহাবুদ্দীনের জন্ম ১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি। আধুনিক ধারার কবি হিসাবে ষাটের দশকে তিনি জনপ্রিয়তা পান। কাজ করেছেন সাংবাদিক হিসেবেও। তার সম্পাদনায় এক সময় প্রকাশিত হতো সাপ্তাহিক সচিত্র সন্ধানী। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৩ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ও ১৯৮৮ সালে একুশে পদক পান।