ইসরায়েলের অবসরপ্রাপ্ত প্রায় ৬০০ নিরাপত্তা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে নিজ দেশকেই চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লিখিতভাবে আহ্বান জানিয়েছেন। এ কর্মকর্তারা বলেছেন, ‘আমরা আমাদের পেশাদারির জায়গা থেকে বলতে পারি, হামাস এখন আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়।’ তারা চিঠিতে ট্রাম্পকে লেখেন, ‘আপনার ওপর বেশির ভাগ ইসরায়েলির বিশ্বাসযোগ্যতাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারকে সঠিকপথে পরিচালিত করতে আপনার সক্ষমতা বাড়াবে। যুদ্ধ বন্ধ করুন। জিম্মিদের ফেরান। দুর্ভোগ বন্ধ করুন।’ ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বাড়ানোর পথে এগোচ্ছেন- এমন খবরের মাঝে সাবেক ইসরায়েলি কর্মকর্তাদের এ আহ্বান এলো। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের ভিতর ঢুকে হামলা চালানোর পর তেল আবিব গাজায় ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামে। হামাসের সেদিনের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছিল বলে ভাষ্য ইসরায়েলের। জিম্মি হয়েছিল ২৫০ জন। হামাসের সেই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গত দুই বছর ধরে সাঁড়াশি অভিযানে গাজার ৬০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং ভূখণ্ডটির সিংহভাগ অংশ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। একই সঙ্গে গাজায় ইসরায়েল অবরোধের কারণে ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় খাবার ফুরিয়ে আসায় সেখানকার ২২ লাখ মানুষের বেশির ভাগই তীব্র অনাহারে ভুগছে। ইসরায়েল গত মে-তে সীমিত আকারে ত্রাণ সরবরাহের পথ খুলে দিলেও বহাল ছিল অনেক বিধিনিষেধ। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে যুদ্ধের শুরু থেকে ভূখণ্ডটিতে খাবারের অভাবে অপুষ্টিতে ভুগে ৯৩ জন শিশুসহ ১৮০ জনের মৃত্যু হয়েছে। -বিবিসি
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চান সাবেক ইসরায়েলি কর্মকর্তারা
খাবার ফুরিয়ে আসায় ২২ লাখ মানুষ তীব্র অনাহারে ভুগছে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর