খাগড়াছড়ির গুইমারা ও সিলেটের ওসমানীনগর থানাকে উপজেলা এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে পৌরসভা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাশাপাশি লক্ষ্মীপুরের সদর থানার চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার নিকারের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এনএম জিয়াউল আলম এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।