রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ এক বছর বেড়েছে।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয় ইহসানুল করিমের চুক্তির মেয়াদ আগামী ২৬ মে থেকে এক বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করেছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম গত বছরে ২০ মে অতিরিক্ত সচিব পদ মর্যাদায় রাষ্ট্রপতির প্রেসসচিব হিসাবে নিয়োগ পান।
পরে গত ১০ অক্টোবর তাকে সচিব পদমর্যাদা দেয়া হয়, যা গত ২৬ মে থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হয়েছে।
‘অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে’ রাষ্ট্রপতির প্রেসসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান ইহসানুল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ইহসানুলের চুক্তির মেয়াদ দুই বছর বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা হয়েছিল।