বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে আগামী মঙ্গলবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘বিজিবি সদস্য মিজানুর রহমানের লাশ হস্তান্তরের পর সীমান্তে শান্ত অবস্থা বিরাজ করছে। আগামী মঙ্গলবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হবে। এছাড়া ১০ জুন মিয়ানমারে বিজিবি-বিজিপির মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে।’
উল্লেখ্য, গত বুধবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি এলাকায় মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে মিজানুর রহমান নিহত হন।