লক্ষ্মীপুরে সোমবার মধ্যরাতে স্থানীয় দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও যুবলীগের কর্মী ইসমাইল হোসেন খোকনকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। সদর উপজেলার দিঘলী ইউনিয়নের কাঠালী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন পার্শ্ববর্তী চরশাহী ইউনিয়নের হাজী আলী আহমদের ছেলে। তার মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা খোকনকে আটকের পর তার খোঁজ পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী মফিজ উল্লাহ ও সোহাগ জানান, সোমবার সন্ধ্যায় সাদা মাইক্রোবাস ও দুটি মোটর সাইকেলযোগে স্থানীয় দাসেরহাট পুলিশ ফাঁড়ির এ এস আই সরোয়ার ও এস আই কামাল হোসেনসহ কয়েকজন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা স্থানীয় দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইসমাইল হোসেন খোকন ও তার বন্ধু সোহাগকে আটক করে গাড়ীতে তুলতে গেলে সোহাগ পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর থেকে আটককৃত খোকনের কোন খোঁজ পাওয়া যায়নি। মধ্যরাতে খোকনকে কাঠালী ব্রীজ নামক স্থানে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে টহলরত পুলিশ তাকে উদ্ধার করে। রাত ১ টার দিকে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় খোকন মারা যায়। তার দু পায়ে গুলির চিহ্ন রয়েছে বলে জানা যায়।
স্থানীয় দাসের হাট পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আমি ও আমার সহকর্মী আমরা কেউই খোকনকে ধরার জন্য যাইনি, শুনেছি রাতে কাঠালি ব্রীজের পাশে একজনকে কে বা কারা গুলি করে চলে যায় পরে সদর থানা পুলিশ আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে সে মারা যায় বলে শুনেছি।
চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ জানান, নিহত খোকন যুবলীগ কর্মী ও স্থানীয় দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল।=