বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এর নিন্দা জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, “প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন এই বক্তব্যে আমরা বিস্মিত নই, তার এই অসত্য বক্তব্যের সঙ্গে জাতি পরিচিত।”
আজ মঙ্গলবার দুপুরে দলের পক্ষ থেকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সোমবার গণভবনে আওয়ামী লীগের যৌথ সভায় সূচনা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর খুনি ছিলেন খন্দকার মোস্তাক। বঙ্গবন্ধুকে হত্যার পর তার পছন্দের লোক জিয়াউর রহমানকে প্রধান সেনাপতি বানিয়েছিলেন। এতে প্রমাণ হয় জিয়াউর রহমানও বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি মরে গিয়ে বেঁচেছেন। না হলে তাকেও বঙ্গবন্ধু হত্যার আসামি করতাম। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে নয়াপল্টনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।