হবিগঞ্জের চুনারুঘাট থেকে শতাধিক রকেট লাঞ্চার শেল উদ্ধার। গতকাল সোমবার গভীর রাত থেকে উপজেলার সাতছড়ির গভীর বনে বিশেষ অভিযান চালিয়ে দুই শতাধিক রকেট লাঞ্চারসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
অভিযান এখনও চলছে বলে জানা গেছে। বনের তিনটি বাংকারের ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।