নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত হত্যাকাণ্ডের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি জেলার ৮ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে।
জেলা প্রশাসনের সার্কিট হাউসে আজ বিকেল ৩টা থেকে এ জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হয়।
সাক্ষ্য দিতে আসা ৮ পুলিশ কর্মকর্তা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, শহীদুল ইসলাম, মো. জাকারিয়া, আজিবুল হাসান (সার্কেল এ), জীবনকান্তি সরকার (সার্কেল জি), আব্দুল্লাহ আল মাসুম (এএসপি, ফতুল্লা মডেল থানা), জেলা বিশেষ শাখার পরিদর্শক মইনুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের পিপিএম।
হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাসহ কমিটির অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই উপ-সচিব মো. আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মো. মহিউদ্দিন, আইন মন্ত্রণালয়ের দুই উপ-সচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উপ-সচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
এর আগে, ২৫ মে নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মনোজ কান্তি বড়াল ও পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।
উল্লেখ্য, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মৃতদেহ পাওয়া যায়। ঘটনার পরই নারায়ণগঞ্জের এসপি ও ডিসিকে প্রত্যাহার করা হয়।