চীনের প্রধানমন্ত্রী লি কুইয়াং’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সরকারি সফরে চীন যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শুক্রবার থেকে ১১ জুন পর্যন্ত চীন সফর করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার এই সফরে তিনি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারি পর্যায়ের আলোচনা করবেন। এ ছাড়া তিনি চীনের রাষ্ট্রপতি জি জিনপিং, রাজনৈতিক পরামর্শক সভার প্রেসিডেন্ট মি য়্যু জেংসেং ও চীনের উপ-রাষ্ট্রপতি উয়াং ইয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।