ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই গ্রুপের সংঘর্ষে চর দরবেশ ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, চর দরবেশ পুলিশ তদন্ত কেন্দ্রে সংলগ্ন এলাকায় প্রতিপক্ষরা জসিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় জসিম গ্রুপের সদস্যরা তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আজ বুধবার ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জসিম গ্রুপের সদস্যরা সুমন নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু জাফর মোহাম্মেদ সালেহ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে। আটক হওয়া ব্যক্তিরা স্থানীয় যুবলীগ ও যুবদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলেও তিনি জানান।
এলাকাবাসী জানায়, অবৈধ মাছের আড়তের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জলদস্যু ল্যাঙ্গা কালা গ্রুপ ও জসিম গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিলো।