হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি গভীর অরণ্যে নতুন খননকৃত একটি বাংকার থেকে ৪টি মেশিন গান ও ৮টি রকেট গোলা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে নতুন করে উদ্ধার অভিযান শুরুর কিছু সময় পর এগুলো উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উদ্ধার অভিযান শিথিল করা হয়েছিল। এর আগে রবিবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত র্যাব-৯ এর সদস্যরা ওই অরণ্য থেকে দুই শতাধিক রকেট লঞ্চার, শেল, লঞ্চারের চার্জার ও বিস্ফোরকসহ বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ঘটনাস্থলটি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত মাত্র তিন কিলোমিটার দূরে।