জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুবুল আলম তারার তৃতীয় নামাজে জানাজা রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। এর আগে মাহবুবুল আলম তারার মরদেহ মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছে।
মঙ্গলবার রাত পৌনে ৯টায় গুলশানের আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল নয়টায় মতঝিলে এনসিসি ব্যাংকের নতুন প্রধান ভবনের সামনে দ্বিতীয় নামাজে জানাজা, পৌনে এগারটায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।