প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ডিটিজাল বাংলাদেশ গড়ার দৃপ্ত পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে।
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যপ্রযুক্তির উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে শেখ হাসিনা বলেন, বর্তমানে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করা হয়েছে। গ্রামের জনগোষ্ঠীও মোবাইল ফোনেও তথ্যপ্রযুক্তি সেবা নিতে পারছে। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সুষ্ঠু বিকাশে আইসিটি নীতিমালা, আইসিটি আইন, তথ্য নিরাপত্তা গাইডলাইন, তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।