আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া। বিএনপির তৎকালীন মহাসচিব ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও খালেদা জিয়া এ হত্যাকাণ্ডে জড়িত বলেও সন্দেহ পোষণ করেন তিনি।
তিনি বলেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে খালেদা জিয়া ও বদরুদ্দোজা চৌধুরী জড়িত কি না জাতি জানতে চায়। কারণ জিয়ার হত্যার সময় সার্কিট হাউজের পাশের রুমেই ছিলেন ডা. বদরুদ্দোজা চৌধুরী। তিনি অক্ষত অবস্থায় পরদিন সকালে বেরিয়ে আসেন। পরবর্তীতে খালোদা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। তাকে রাষ্ট্রপতি বানানো ও সুস্থ অবস্থায় ফিরে আসা- এর রহস্য কী জাতি জানতে চায়।
বুধবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির তৃতীয় তলায় বীর উত্তম খাজা নিজামুদ্দি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।