নোবেল লরিয়েট অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস এবার কানাডা থেকে বিশেষ সম্মানসূচক 'ইকুইটাস অ্যাওয়ার্ড' অর্জন করলেন। মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মান দেওয়া হয়েছে। গত ২৮ মে কানাডার মন্ট্রিলে ইকুইটাস বোর্ডের চেয়ারপার্সন ম্যালিসা সোনবার্গ গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন। ইউনূস সেন্টার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ম্যালিসা বলেন, সামাজিক পরিবর্তনে কাজ করা সহজ ব্যাপার না। এর জন্য যেমন বুদ্ধিমত্বা ও সৃজনশীলতা দরকার তেমনি কাজের প্রতি নিষ্ঠা ও ভালবাসা থাকতে হয়। ড. ইউনূসের মধ্যে সবগুলোই অনেক বেশি মাত্রায় রয়েছে।
২০১১ সালে এ অ্যাওয়ার্ডের জন্য ড. ইউনূসের নাম ঘোষণা করা হয়। গত সপ্তাহে তিনি তা গ্রহণ করেন।