ফেনীর ফাজিলপুরে কন্টেইনারবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ায় গতকাল বুধবার রাত আড়াইটা থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কন্টেইনার ট্রেনটি চট্রগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
রেল চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতি ঢাকা থেকে চট্টগ্রামগামী তুর্ণা-নিশিথা, চট্টগ্রাম মেইল চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ও লাকসাম থেকে চট্টগ্রামগামী ডেমু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. মকবুল আহম্মেদ জানান, লাকসাম, পাহাড়তলী ও আখাউড়া থেকে তিনটি উদ্ধারকারী রিলিফ ট্রেন কাজ করছে।
ফেনীর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকেৌশলী আবদুল হালিম দুপুর সাড়ে ১২টায় জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগতে পারে। দুর্ঘটনায় ট্রেন লাইনের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
রেলওয়ের ফাজিলপুর স্টেশন মাস্টার রাখাল চন্দ্র জানান, লাইনচ্যুত বগিগুলো লাইনে পুনঃস্থাপন করার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে।