প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। অাজ বৃহস্পতিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে 'Raise your voice, not the sea level' অর্থাৎ 'হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না আর'।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও আমরাই এর মারাত্মক নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি পূরণ এবং বিশ্ববাসীকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে প্রধানমন্ত্রী।