একরামুল হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নকারী ফেনী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহিল মাহমুদ শিবলু আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ ফেনীর জ্যেষ্ঠ বিচারক খায়রুল আমিনের আদালতে শিবলুকে হাজির করলে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, একরামুল হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুলগাজী উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এসময় তারা ফেনীর পুলিশ সুপার ও সদর থানার ওসিকে ফেনী থেকে প্রত্যাহারের পাশাপাশি ঘটনার নেপথ্য নায়কদের আইনের আওতায় আনার দাবি জানান।