'আমাকে নামানোর ক্ষমতা কারও নাই। একমাত্র আল্লাহ ও শেখ হাসিনা ছাড়া কেউ আমাকে নামাতে পারবে না। অথবা আমি যদি নিজে না নামি' বললেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মায়া এসব কথা বলেন।
মায়া বলেন, 'আমাকে নিয়ে অনেকে টানাহেঁচড়া করছেন। আমি তাঁদের দেখেছি, কিন্তু কিছুই বলিনি। এই টানাহেঁচড়া করে লাভ হবে না।'
তিনি বলেন, বিএনপি জিয়া হত্যার বিচার করতে পারবে না। তাঁর বিচার করলে বিএনপির অনেক রাঘব বোয়াল বেরিয়ে আসবে। এ জন্য এই বিচার চাচ্ছেন না বা করছেন না।'
তিনি আরও বলেন, '২০১৯ সালের আগে তো নির্বাচন হবে না। ক্ষমতয় এসে বিচার করতে হলে, আপনাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে। তাই আপনারা যদি জিয়া হত্যার বিচার চান, কালই আসুন। আমি আপনাদের সহযোগিতা করব।'