বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এ সরকার ‘অনির্বাচিত, অনৈতিক ও অবৈধ’। এদের বাজেট পেশ করারই অধিকার নেই। বাজেট পেশ করবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। জননির্বাচিত সরকারই বাজেট পেশ করতে পারে। অনির্বাচিত সরকারের আবার কীসের বাজেট?'
আজ বৃহস্পতিবার দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভা শুরুর আগে, জিয়াউর রহমানের শৈশব, কৈশোর, যৌবন ও কর্মমুখর জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্রদল।