যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'মন্ত্রণালয়ের জন্য বাজেটে যে বরাদ্দ দেওয়া হয় তা যথেষ্ট। তবে অনেক ক্ষেত্রেই অপচয় হচ্ছে। এই অপচয় রোধ করা প্রয়োজন।'
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহনে জটিলতা নিরসন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, 'বাজেট পেশ হওয়ার আগে কত বরাদ্দ তা বলবো না। তবে যে বরাদ্দ দেওয়া হয়েছে তাতে আমি সন্তুষ্ট।'
তিনি আরও বলেন, 'বাজেটের সর্বোচ্চ ব্যবহার করলে প্রতিটি মন্ত্রণালয়ের কাজই করা সম্ভব। তাই বাজেটে পাওয়া বরাদ্দ ব্যবহারে আমাদের মনোযোগী হওয়া উচিত।'
বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।