এপ্রিল মাস থেকে শুরু হওয়া প্রাক বাজেটের আলোচনা গুলোতে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না এবং তা কোনোভাবেই সম্ভব নয় বলে অর্থমন্ত্রী বারবার বললেও শেষ পর্যন্ত সে ঘোষণায় টিকে থাকতে পারেননি তিনি।
এ অর্থবছরেও আবাসন খাতে থাকছে কালোটাকা। অর্থাৎ কালো টাকার নিকট হেরে গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৮ মে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৫তম ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেছিলেন, 'বাজেটে কালো টাকা বিনিয়োগের অনেক সুযোগ দেয়া হয়েছে। এ নিয়ে অনেক কথা হয়েছে। এবারের বাজেট থেকে কালো টাকা বিনিয়োগের আর কোনো সুযোগ দেয়া হবে না।;