আগামী ৯ জুন দেশব্যাপী জেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। খুন-গুম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়।
গতকাল বুধবার রাতে ১৯ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের রাজনৈতিক কার্যালয়ে এ কথা জানান বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
রিজভী আহমেদ বলেন, 'জোটের বৈঠকে র্যাবকে কিলিং স্কোয়াড আখ্যা দিয়ে এ বাহিনীর বিলুপ্তি দাবি করা হয়েছে। রাজধানীতে সভা-সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তাও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিও জানানো হয়েছে।'