২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বিকেল তিনটা ৩৭ মিনিটে বাজেট বক্তব্য শুরু করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।
গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘ঐক্যমতে’র সরকারের প্রথম বাজেট এটা। ২০১৪-১৫ অর্থবছরের জন্য দেশের এ যাবতকালের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করবেন আবুল মাল আবদুল মুহিত।