দশম জাতীয় সংসদের প্রস্তাবিত প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বেলা ৩টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।
প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে চিনি, স্টিল, রড, গ্যাস সিলিন্ডার, বিটুমিন, বাইসাইকেলের টিউব, সেমি স্বর্ণলঙ্কার, এ্যালোমিনিয়াম ফয়েল, ফ্যানের মটর, এনার্জি সেভিং বাল্ব ইত্যাদি পণ্যের দাম বাড়বে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে এসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেন।