যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি পেয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। গত ৩ জুন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ক্রিস্টোফার এল এইস গ্রুবার তাকে এই সম্মাননা দেন। মানবাধিকার, জনজীবন, ব্যবসা, মানবতা, শিক্ষা ও প্রকৌশল বিষয়ে অবদান রাখার জন্য এ বছর পাঁচজনকে এই সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে আরও আছেন আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন কে অলব্রাইট।
বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্র্যাকের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোকের দারিদ্র্য বিমোচনে যে কার্যকর ভূমিকা রাখছেন তা দুনিয়াজুড়ে প্রশংসা পেয়েছে। তার সাংগঠনিক দক্ষতা, যোগ্য নেতৃত্বও নিরলস পরিশ্রমের কারণে ভাগ্যহীনদের জীবনে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক উন্নয়ন ঘটেছে।
দরিদ্রদের ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং তাদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ব্র্যাক সারাবিশ্বে নেতৃস্থানীয় একটি উন্নয়ন সংস্থা। বিশ্বের বৃহত্তম এই বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীসংখ্যা এক লক্ষেরও উপরে। বর্তমানে ১২টি দেশের সাড়ে তের কোটি মানুষ ব্র্যাকের ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার প্রভৃতি সেবার আওতাভুক্ত।
স্যার আবেদ ইতোপূর্বে দেশে-বিদেশে আরও অনেক সম্মাননা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ইয়েল ইউনিভার্সিটি থেকে ডক্টর অব হিউম্যান লেটারস (২০০৭), কলাম্বিয়া ইউনিভার্সিটির ডক্টর অব ল (২০০৮), অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টর অব লেটারস। ২০০৯ সালে ব্রিটিশ রাজপরিবার তাকে 'নাইট' উপাধি দিয়ে সম্মানিত করে।