অবৈধ আমদানি ও খাদ্যপণ্যে ফরমালিন মেশালে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রেখে 'ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০১৪'-এ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লাইন্সেস ছাড়া ফরমালিন উৎপাদন আমদানি, মজুদ ও বিক্রি করা যাবে না। লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে পাঁচ লাখ থেকে ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার ওই বৈঠকে সভাপতিত্ব করেন।
গত ৪ নভেম্বর 'ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০১৩'-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিপরিষদ। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গত ২৫ জুন খসড়া আইনে সই করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় সংসদের চলতি অধিবেশনেই আইনটি অনুমোদন পেতে পারে। আগামী ৩ জুলাই পর্যন্ত জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলবে।
সচিব বলেন,' এ আইনের মাধ্যমে ফরমালিন আমদানি বন্ধ হচ্ছে না, তবে এর অপব্যবহার বন্ধের চেষ্টা করা হচ্ছে। আইনে ফরমালিন মজুদের বিষয়টি রয়েছে। কেউ অবৈধভাবে নিজ বাড়িতে ফরমালিন রাখলে শাস্তি হবে দুই থেকে সাত বছরের কারাদণ্ড।'
সচিব আরও বলেন, 'এ আইনের পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। গ্রেফতারের পর কোনো জামিন পাবে না। এছাড়া মোবাইল কোর্টেও শাস্তি দিতে পারবে।'