যমুনার পানি কমতে শুরু করায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ৬ সেন্টিমিটার কমে আজ রবিবার সকালে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
পানি কমতে শুরু করায় ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। ইসলামপুরের কুলকান্দি, হাড়গিলা ও গুঠাইল এলাকার বেশকিছু বাড়ি-ঘর নদীগর্ভে তলিয়ে গেছে। বন্যার পানি ছড়িয়ে পড়ায় আরো ১০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এনিয়ে জেলায় সবমিলিয়ে ১১১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।
জামালপুরের সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান জানিয়েছেন, দুর্গতদের জন্য জেলায় ৭৭টি মেডিকেল টিমের জন্য স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।