বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে প্রধাণমন্ত্রী বক্তব্য আদালত অবমাননার শামিল। তিনি এর তীব্র সমালোচনা ও নিন্দা জানান।
আজ রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর তদন্তের ক্ষেত্রে আওয়ামী লীগ কোনো সহযোগিতা করেনি। এখন এ ঘটনাকে রাজনৈতিকভাবে ও হীন উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা আমরা মেনে নিতে পারি না।
এ সময় তিনি ওই গ্রেনেড হামলার প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা ও তাদের বিচারের দাবি জানিয়ে বলেন, কিন্তু কোনো ধরনের রাজনৈতিক হয়রানী মেনে নেওয়া হবে না।