প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। এ জন্য শিল্পের বিকাশ ঘটাতে হবে।
আজ রবিবার সকাল ১১টায় রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিল্পে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়াতে হবে। এ জন্য তার সরকার বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছে।পাশাপাশি সরকারি খাতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা, অর্থনীতির ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী।
শিক্ষার ওপর তার সরকার জোর দিয়েছে- এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। শুধু জাতিকে শিক্ষিত করলে হবে না। তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে। এ জন্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।