মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 'চার খলিফা'র এক খলিফা খ্যাত শাজাহান সিরাজ নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের নিজ বাসভবনে অবস্থান করছেন। তাকে দেখার জন্য প্রতিদিন শত শত নেতাকর্মী ও আত্মীয়স্বজন তার বাড়িতে ভীড় করছেন।
সাবেক মন্ত্রী, বি.এন.পি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি শাজাহান সিরাজকে দেখতে প্রতিদিন বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে পুরানো জাসদের নেতাকর্মীদের ভীড় করতে দেখা গেছে। অনেকে আবার নানা প্রকারের খাবার তৈরী করে নিয়ে আসছেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য।
শাহজাহান সিরাজের পক্ষে কথা বলছেন তার সহধর্মীনী ঢাকা বিভাগীয় মহিলা দলের সভানেত্রী ও বি.এন.পি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাবেয়া সিরাজ।
তিনি জানান, শাহজাহান সিরাজ দুরারোগ্য ক্যান্সার থেকে সুস্থ্য হওয়ার পর তার মাথায় সমস্যা দেখা দেয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় থাইল্যান্ডে। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানায়, তার মাথায় টিউমার রয়েছে। এছাড়া মাথায় পানি জমে মুখমন্ডল ফুলে গেছে। টিউমার অপারেশন করার উদ্যোগ নিতে গিয়ে দেখা গেল তার ডায়বেটিস নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। ফলে অপারেশন করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকরা দীর্ঘদিন সেবনের জন্য ওষুধ দিয়েছেন। সেই ওষুধ সেবন চলছে।
বর্তমানে শাহজাহান সিরাজ কারো সাথে কথা বলতে পারছেন না। কেউ কথা বললে তিনি তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকেন। রাবেয়া সিরাজ লোকজন গেলে পরিচয় তুলে ধরে বলেন, উনি অমুক তুমি তাকে চিনতে পারছো না? শাহজাহান সিরাজ শুধু মাথা নাড়েন।