সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলের অনুমতি ছাড়া কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ না খোলার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ।। আজ বুধবার তিনি এ রিট আবেদনটি দায়ের করেন।
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হওয়ার পরীক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারেননি। এ অবস্থায় রিট করেন ওই আইনজীবী। রিটে বিবাদী করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, শিক্ষা সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, বাংলাদেশ বার কাউন্সিলকে।
এ বিষয়ে বার কাউন্সিলের বক্তব্য হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অননুমোদিত/অনুমোদিত কোর্স রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এটা সুনির্দিষ্ট না করে দেওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফরম দেওয়া হবে না।
রিটে সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলের পূর্ব সম্মতি ছাড়া কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ খোলা এবং এলএলবি ও এলএলএম কোর্সে শিক্ষার্থী ভর্তি না করতে কেন ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে নির্দেশনা দেওয়া হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্যও একই ধরনের আদেশ চাওয়া হয়।