দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব।
আজ রবিবার সৌদি আরবের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এর ফলে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হলো।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানান, সৌদি আরবের রাজকীয় সভা রবিবার বাংলাদেশের ওপর থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে এখন থেকে বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এ দেশটিতে শ্রমিক পাঠাতে আর কোনো বাধা রইল না।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আলফাহিদ বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন বলে জানান রাষ্ট্রদূত।
গত ১৮ থেকে ২৩ জানুয়ারি সৌদি আরব সফর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সেসময় খন্দকার মোশাররফ হোসেন সৌদি আরবের শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সৌদি শ্রমমন্ত্রী ফাকেহ বলেন, ‘বাংলাদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করতে যাচ্ছে সৌদি সরকার।’
২০০৮ সাল থেকে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে সৌদি আরব। তাই সৌদি সরকারের এ সিদ্ধান্ত বাংলাদেশের শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বেশি শ্রমিক সৌদি আরবে কাজ করেন।
১৯৭৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ২৫ লাখ ৫৮ হাজার ৪৬৩ জন বাংলাদেশি সৌদি আরবে গেছেন।
বিডি-প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব