বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে আজ শুক্রবার সারাদেশে একযোগে শুরু হলো এসএসসি পরীক্ষা।
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃৃতি; কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল বাংলা-২ (১৯২১) সৃজনশীল এবং বাংলা-২ (৮১২১); মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ের ওপর পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের এসএসসি পরীক্ষা। শুক্রবার সকাল ৯টা থেকে থেকে শুরু হয়ে এসব পরীক্ষা চলে ১২টা পর্যন্ত।
সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ২ লাখ ৫৬ হাজার ৩৮০ এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনালে ১ লাখ ১০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন। বিদেশের আটটি কেন্দ্রসহ ২৭ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের ৩ হাজার ১১৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে রাজধানীসহ সারা দেশে ৩২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিজিবির সদর দপ্তরের জনসংযোগের কর্মকর্তা মুহম্মদ মুহসিন রেজা এ তথ্য জানান।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব