ভূমিকম্প বিধ্বস্ত নেপালের উদ্ধার কার্যক্রমে যোগ দিচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ বুধবার সকাল ১১টায় ২২ সদস্যের ওই প্রতিনিধি দল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। দলটির নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেইনেন্স) শাকিল নেওয়াজ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিনিধি দলটি নেপালের বিধ্বস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাবে। তাদের সঙ্গে বিপুল পরিমাণ উদ্ধার সরঞ্জামাদি পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৫ / রোকেয়া।