মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার সকালে বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়।
গতকাল মঙ্গলবার এ মামলার শুনানির ধার্য দিনে সিটি কর্পোরেশন নিবাচন উপলক্ষে ছুটি থাকায় বুধবার শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন: বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহাজাহান শুনানি করছেন। রাষ্ট্রপক্ষে আদালতে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন।
ওই রায়ের বিরুদ্ধে সে বছর ১১ আগস্ট আপিল করেন মুজাহিদ। রাষ্ট্রপক্ষ আপিল না করলেও শুনানিতে অংশ নিয়ে দণ্ড বহাল রাখতে যুক্তিতর্ক উপস্থাপন করবে বলে জানিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৫/ রশিদা