মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় রয়েছে। আবেদনটি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আজ কার্যতালিকার ৫ নম্বরে রয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে এ আপিল শুনানি হবে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন: বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৫/ রশিদা