সদ্য সমাপ্ত ঢাকা (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে। এ তিন সিটির মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে কম ভোট পড়েছে ঢাকা দক্ষিণ সিটিতে। অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা উত্তরে সিটি কর্পোরেশনে।
মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তিন সিটির ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ভোটের ফলাফল অনুযায়ী, তিন সিটির মোট ভোটার হচ্ছে ৬০ লাখ ২৯ হাজার ২৭৮ জন। এদের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ২৬ লাখ ৪৮ হাজার ৭২৮টি। যা মোট ভোটারের ৪৩ দশমিক ৯৩ শতাংশ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার হচ্ছে ২৩ লাখ ৪৪ হাজার ৯শ জন। এর মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৮ লাখ ৭৪ হাজার ৫৮টি। যা মোট ভোটের ৩৭ দশমিক ৩০ শতাংশ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৭৭৮ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৯ লাখ ৫৪ হাজার ৮৪ জন। যা মোট ভোটের ৪৮ দশমিক ৪০ শতাংশ। এই সিটিতে ৩টি কেন্দ্রের ভোট বাতিল করে নির্বাচন স্থগিত করা হয়েছিলো। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান ৩ কেন্দ্রের ভোটের চেয়ে অনেক বেশি হওয়ায় এ নির্বাচন আর অনুষ্ঠিত হবে না।
চট্টগ্রাম সিটি করপোরেশন: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের মোট ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৬০০জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ৬৬৩জন। যা মোট ভোটের ৪৭ দশমিক ৯০ শতাংশ।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৫/মাহবুব