কুষ্টিয়ার মিরপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।
উপজেলার নয় মাইল কাচারীএলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে বুধবার রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলম মণ্ডল (৫৫), জাহিদুল (৪০), নূরে আলম সিদ্দিক (৫৫) ও পারভেজ (৩৪)। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। তবে হতাহতদের সবার বাড়ি আক্কেরপুরে বলে জানা গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, জয়পুহাটের আক্কেলপুর থেকে ৫২ জন যাত্রী একটি বাসযোগে ফরিদপুরের আটরশি জাকের মঞ্জিলে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। মিরপুরের নয় মাইল এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহত হন ৩০ জন। তাদের মধ্যে নারী ও শিশুসহ অন্তত ২০ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ