তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার বিশ্বাসযোগ্য তথ্য আছে উল্লেখ করে সব অনিয়ম ও সহিংসতার তদন্ত দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বুধবার রাতে ব্রাসেলস থেকে ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক মুখপাত্র ক্যাথরিন রে এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও গত ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট জালিয়াতি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার প্রমাণ পাওয়া গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। এ নির্বাচনে ভোটারদের গণতান্ত্রিক পছন্দ পুরোপুরি প্রকাশের সুযোগ দেওয়া হয়নি।
ইইউ মুখপাত্র আরও বলেন, নির্বাচনে এসব অনিয়ম ও সহিংসতামূলক কর্মকাণ্ডের অভিযোগ বিষয়ে অবশ্যই পূর্ণ তদন্ত করতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের আহ্বান জানায়।
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল,২০১৫/নাবিল