বাংলাদেশ থেকে ট্রাকে করে বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভূমিকম্প বিধ্বস্ত দেশ নেপালে ত্রাণ সামগ্রী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ইতিমধ্যে বিমানবন্দরগুলোকে প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংবিষয়ক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ম্যানিলা-ভিত্তিক কলম্বো প্লান স্টাফ কলেজ এবং ইনসটিটিউশন অব ডিপ্লোমা ইনিঞ্জনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এ আর্ন্তজাতিক সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য কিছু ত্রাণ পাঠিয়েছি। তবে আরও পাঠানো দরকার। সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া আর্ন্তজাতিক পর্যায়ে যত রিলিপ আসবে আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, আমাদের বিমানবন্দরগুলোকে প্রস্তুত রাখতে।
স্থলপথে নেপারে ত্রাণ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে যত রিলিপ বা যা লাগে তা আমাদের এখান থেকে যাবে। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে একেবারে ট্রাকে করে সমস্ত মালামাল বাংলাবান্ধা হয়ে নেপাল যাবে। ইতিমধ্যে এ বিষয়ে ইন্ডিয়ার সঙ্গে কথা হয়েছে। বাংলাবান্দা বন্দর হয়ে যত রিলিপের মালামাল যাবে তাতে তারা কোনো বাধা দেবে না।’
আইডিইবি সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সম্মেলনের কো-চেয়ারম্যান মোহাম্মদ নাঈম ইয়াকুব। এছাড়া, অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সাধারণ সম্পাদক শামসুর রহমান।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৫/মাহবুব