মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। আজ দুপুর ২টার দিকে ভারত থেকে রওনা দিয়েছেন তারা। বেলা ৩টায় তাদের হযরত শাহজালার (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকায় পৌঁছে ওয়েন্ডি শারম্যান ও নিশা দেশাই বিকাল ৪টায় পররাষ্ট্র মন্ত্রনালয়ে যাবেন। সেখানে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে তারা গণভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। আন্ডার সেক্রেটারি শারম্যান এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়াল বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ অংশীদারত্বমূলক দ্বিপক্ষীয় সংলাপে অংশ নিতে ঢাকায় আসছেন তারা। আজ থেকে ১ মে পর্যন্ত সংলাপটি ঢাকায় অনুষ্ঠিত হবে।
সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন শারম্যান। এ দলে দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ও ঢাকাস্থ রাষ্ট্রদূত মার্শায়া বার্নিকাট থাকবেন বলে মন্ত্রণালায় সূত্রে জানা গেছে। উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে এ সংলাপে।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ