বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে ঢাকা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৃহস্পতিবার শুরু হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ অংশীদারিত্ব সংলাপের দ্বিতীয় দিনে প্লানারি সেশনে অংশ নেবেন তারা।
বৃস্পতিবার ওই সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহফুজুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভেন ফেল্ড স্টেইন নেতৃত্ব দেন। বিকেল পাঁচটা পর্যন্ত চলে ওই সংলাপ।
শুক্রবার একই স্থানে সংলাপের প্লানারি সেশনে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন শারম্যান। বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব এম শহীদুল হক।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৫/মাহবুব