নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মাটিবাহী পাওয়ার টিলার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে।
এ সময় আরো ৩ জন গুরুতর আহত হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার কবিরহাট উপজেলার ফহেতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আল মামুন (২৫), সদর উপজেলার দত্তেরহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে সুমনা (১০) ও নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোজি (৫৫) এবং অটোরিকশা চালক নাসের (৩০)।
আহতরা হলেন, স্বপ্না রানী (২০), বাবুল (৬০) ও মৌসুমি (১৮)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১ মে১৫/ সালাহ উদ্দীন